Sunday, August 18, 2013

Android এর হুমকি Obad নামক নতুন ভাইরাস থেকে সতর্ক হোন!!

Posted by admin  |  Tagged as:

আমাদের সাইট এ এর আগেও আমি এন্ড্রয়েড ডিভাইস এর সিকিউরিটি ও ভাইরাস সম্পর্কে লিখেছি এবং তা প্রতিকার এর উপায় ও দেয়া হয়েছে। আগে আমরা এন্ড্রয়েড ওএস এ যে ভাইরাস,ট্রোজান,ম্যালও্যার দেখেছি ও শুনেছি তা একটু সতর্ক হলেই এরিয়ে চলে যায় এছাড়াও আপনি হ্যাক হলেও  ওইসব ভাইরাস গুলো ডিলিট করতে পারবেন। তবে সম্প্রতি Android virus আবিষ্কার করা হয়েছে যা এ যাবত কালের সবচেয়ে ভয়ংকর ভাইরাস এন্ড্রয়েড এর জন্যে যা ডেভেলপাররা রিসার্চ এ পেয়েছেন।
এই ভাইরাস টি সম্পূর্ণ সিকিউরিটি টিম কে ভাবিয়ে তুলেছে এবং তার নাম করন করা হয় Obad । সম্প্রতি রাশিয়ান সিকিউরিটি কোম্পানি   Kapersky এই ভাইরাস টি আবিষ্কার করেন ও তার নাম দেন  Obad ভাইরাস। এই ভাইরাস টি আপনার ডিভাইস এ প্রবেশ করতে পারলেই সে administrative priviledges নিয়ে নেয় এবং ক্রমে ক্রমে নতুন নতুন ভাইরাস নেট থেকে ডাউনলোড করতে থাকে আপনার ডিভাইস এ যা ডিলিট করা খুবই কষ্টসাধ্য।

তবে এখানে বলে রাখা ভালো যে খুশির খবর যে এই ভাইরাস টি এখন পর্যন্ত ততটা বিস্তার করতে পারেনি। টোটাল এন্ড্রয়েড কমুনিটির মাত্র 0.15 পারসেন্ট ছরিয়েছে যা নাম মাত্র সংখ্যা তবে ক্রমে ক্রমে এটি বিস্তার করছে।
কুফলঃ
এখন আপনাদের মনে প্রশ্ন আসবে যে এই ভাইরাস টি কি ধরনের ক্ষতি করতে পারে? ওকে...  ধরে নিলাম এই ভাইরাস টি আমার মোবাইল এ প্রবেশ করলো। এখন সে যা করবে মুহুরতের মাঝেই ডিভাইস এর administrative priviledges নিয়ে নিবে। তারপর এটি নিজ থেকে অটো ভিবিন্য প্রিমিয়াম নাম্বার এ টেক্সট পাঠাতে থাকবে এতে করে দেখা যাবে আপনার মোবাইল এর ব্যালেন্স কিছুক্ষনের মধ্যেই শেষ হয়ে যেতে পারে। আর যারা পোস্ট পেইড ব্যাবহার করছেন তাদের তো মাস শেষে লম্বা বিল পাবেন হাত এ। এছাড়াও এই ভাইরাস টি নিজ থেকেই রুট এক্সেস নিয়ে নিতে পারবে ও নিজেকে এন্টি ভাইরাস ও সিকিউরিটি অ্যাপস থেকে হাইড করে নিতে পারবে যার ফলে আপনি বুঝতেও পারবেন না যে ভাইরাস টি আছে আপনার মোবাইল এ অথবা স্কেন করে খুজেও পাবেন না। যার ফলে এই ভাইরাস টি ডিলিট করা অনেক কষ্টকর।
যারা হ্যাকিং এর সাথে জরিত আছেন তারা বুঝবেন। এই ভাইরাস টা Backdoor Malware টাইপের। সাধারণত এই ভাইরাস টি প্লে ষ্টোর এর মাধ্যমে বিস্তার করবে  না।  তবে ভিবিন্য টেক্সট ম্যাসেজ,ওয়াইফাই,ব্লুটুথ এর মাধ্যমে এক মোবাইল থেকে অন্য মোবাইল এ বিস্তার লাভ করবে। এছাড়াও আপনি যদি কোন থার্ডপার্টি সাইট থেকে অ্যাপস ডাউনলোড করেন তার সাথেও এই ভাইরাস টা থাকতে পারে।
Kapersky জানিয়েছে এই ভাইরাস টা অনেকটা উইন্ডোজ সিস্টেম এর ভাইরাস এর মতো যা পূর্বে কখন ও এন্ড্রয়েড সিস্টেম এ  দেখা যায়নি যদিও এটি এন্ড্রয়েড এর পূর্বের বাগ Exploit করতে সক্ষম। সুতরাং আপনার উইন্ডোজ পিসি থেকেও আপনার মোবাইল এ এটি ছড়াতে পারে তাই একটু সতর্ক থাকতে হবে। Kapersky টিম এই ব্যাপারে গুগল এর সাথে যোগাযোগ করেছে যাতে যত তারাতারি সম্ভব এই ভাইরাস কে আটকানো যায় নাহলে এন্ড্রয়েড ইউজার  ও অপারেটিং সিস্টেম শীঘ্রই হুমকির মুখে পরতে যাচ্ছে। এতে করে কোটি কোটি ইউজার তাদের ডাটা হারাবে ও হারাবে অনেক প্রাইভেসি। এতে করে হ্যাকার রা হয়ে উঠবে আরও শক্তিশালী।
তাই আমি পারসনালি সাজেস্ট করবো চোখ বন্ধ না এবার চোখ খুলে আপনার ডিভাইস টি ইউজ করুন। সিকিউরিটি অ্যাপ ব্যাবহার করুন। এছাড়াও আপনার ডিভাইস এর সিকিউরিটি লেভেল বাড়াতে আমার সাথে থাকুন।
উপকারে আসলে লাইক দিয়ে ধন্যবাদ জানান।(ZooEL)

0 comments:

Author

Write admin description here..

Subscribe to our Mailing List

We'll never share your Email address.
Copyright © 2013 TechPoint24. Powered by Blogger.
Blogger Template by BloggerTheme9
+1 (877) 888-3000 Hello@yoursite.com