Thursday, August 1, 2013

Root process For symphoNy w60

Posted by admin  |  Tagged as: ,

Root process For symphoNy w60 আপনারা অনেকেই হয়তো সিম্ফনির নতুন স্মার্টফোন Xplorer W60 কিনেছেন। এই ফোনে আইসক্রিম স্যান্ডউইচ দেওয়া হয়েছে। যারা কিনেছেন তারা হয়তো রুট করতে চান। ইন্টারনেটে সার্চ দিলেই ঐ Android Kothon এর একটা টিউটোরিয়াল দেখায় যেখানে TsparkyRoot.bat দিয়ে রুট করতে বলে। কিন্তু আমার মনে হয় না যে ওটা কার্যকর। অনেকে বলেন ঐ টিউটোরিয়ালের জন্য নাকি ফোন মারা গেছে। আমিও ট্রাই করেছি ওটা কাজ করে না। তাই এই নিন একটি ১০০% কার্যকর এবং নিরাপদ পদ্ধতি। তো আর কথা না বলে কাজ শুরু করি ~সাবধানতা~ যদিও আমি আমার নিজের ফোন সহ মোট ১২ টা ফোন রুট করেছি এবং কোন ফোনেরই কোন সমস্যা হয় নি তবুও বলে রাখি, আপনার ফোনের কোন ক্ষতির জন্য আমি দায়ী নই। আপনি যদি আপনার ফোনের ১২টা বাজিয়ে ফেলেন তারপর আমাকে দোষী করেন তাহলে আমি আপনার উপর অট্টহাসি হাসা ছাড়া আর কিছুই করতে পারব না ~সাবধানতা~ যা যা লাগবেঃ ১) PDANet এটা আসলে লাগে না, তবে এতে যে ড্রাইভার আছে সেগুলো লাগে (নামিয়ে নিন এই লিংক থেকে PDA Net ) ২) আপনার ফোনের ডাটা ক্যাবল। ৩) Bin4ry Rooting Tool (নামিয়ে নিন এই লিংক থেকে Bin4ry Rooting Tool) ৩) আপনার ফোনটা (অবশ্যই) ৪) ৫ মিনিট সময় রুট প্রসেসঃ প্রথমে আপনার ফোনে USB Debugging চালু করুন। USB Debugging চালু করতে Settings > Developer options > USB debugging এ টিকচিহ্ন দিন। এবার উপরে দেওয়া লিংক থেকে PDANet নামিয়ে নিন। নামিয়ে ইন্সটল করুন। ইন্সটলের সময় ফোনের ব্র্যান্ড জানতে চাইলে Others দিবেন। এরপর ইন্সটলের শেষের দিকে এসে আপনার ফোনটা পিসিতে কানেক্ট করতে বলা হলে ডাটা ক্যাবল দিয়ে কানেক্ট করুন। PDANet ইন্সটল হলে ফিনিশ করুন। এবার উপরে দেয়া লিংক থেকে Bin4ry Rooting Tool নামান। 7zip ফাইলটা এক্সট্রাক্ট করে নিন। আপনার ফোনটা যদি পিসির সাথে কানেক্টেড না থাকে তাহলে কানেক্ট করুন ডাটা ক্যাবল দিয়ে(USB Debugging যেন অবশ্যই অন থাকে)। এখন Bin4ry Rooting Tool যে ফোল্ডারে এক্সট্রাক্ট করেছেন সেখানে যান এবং “RunMe.bat” ফাইলটা ডাবল ক্লিক করে চালু করুন (Windows Vista/7/8 হলে Right Click করে Run As Adminstrator করবেন)।এখন Device Type এ “1” লিখুন এবং এন্টার দিন। এবার কাজ শুরু হবে। এরপর কি করতে হবে তা রুটিং টুল নিজেই বলে দিবে। আপনার ফোন একবার রিস্টার্ট হবে, চালু হওয়ার সময় Upgrading Android লেখা আসবে। প্রথম বার অন হতে একটু সময় লাগতে পারে। রিস্টার্ট হলে ফোন রুটেড!!! ফোন থেকে পোস্ট করছি তাই কোন স্ক্রিনশট দিতে পারলাম না, দুঃখিত। কোন জিজ্ঞাসা থাকলে কমেন্টে বলবেন…

0 comments:

Author

Write admin description here..

Subscribe to our Mailing List

We'll never share your Email address.
Copyright © 2013 TechPoint24. Powered by Blogger.
Blogger Template by BloggerTheme9
+1 (877) 888-3000 Hello@yoursite.com