Thursday, August 1, 2013

বাড়িয়ে নিন আপনার IDM এর Download Speed ২৫-৩০%

Posted by admin  |  Tagged as: ,

আমরা সবাই ইন্টারনেট এ ডাউনলোড করি। আর তাতে আমরা বেশির ভাগ এ IDM এর সাহায্য নেই।এটা ডাউনলোড কে দ্রুততর করে।তবে এই ট্রিকটি কাজে লাগালে প্রায় ২০%-৩০% IDM এর Downlaod স্পিড বেড়ে যাবে।

IDM এর options এ যান। সেখানে connection tab এ যান। সেখানে পাবেন Connection type/speed এবং ২টা বক্স নিচে।প্রথম বক্সে গিয়ে other কে select করবেন।পরের বক্স কে 1000000 লিখবেন।পাশে bps আছে।
তার নিচে পাবেন Default max connection number,ওটা কে 16 করুন।
আপাতত এখানে কাজ শেষ।
এবার, Start>Run>regedit এ যান।সেখানে HKEY_CURRENT_USER পাবেন।Expand করুন।
ওখানে software কে Expand করে Download Manager এ ক্লিক করুন।এবার ডান পাশে দেখেন Connection speed আছে।তাতে Double Click করুন।একটা Dialogue Box পাবেন।Hexadecimal এর জায়গাতে Decimal ক্লিক করুন।পাশে একটা বক্সে কিছু number পাবেন।তার জায়গাতে 1000000 লিখে আবার ওটা hexadecimal করে দিন।এবার Ok দিয়ে বের হয়ে আসুন। এবার চেক করুন আপনার IDM।Speed বাড়েনি.........:-p।আগে তো PC restart দিবেন নাকি?আশা করি একটু বাড়তি speed পাবেন।ধন্যবাদ আপনার কিঞ্চিত সময় দেয়ার জন্য।

0 comments:

Author

Write admin description here..

Subscribe to our Mailing List

We'll never share your Email address.
Copyright © 2013 TechPoint24. Powered by Blogger.
Blogger Template by BloggerTheme9
+1 (877) 888-3000 Hello@yoursite.com