Thursday, August 1, 2013

সিম্বিয়ানে বাংলা টাইপ করার জন্য দেখুন এই Post......

Posted by admin  |  Tagged as: ,

সিম্বিয়ানে বাংলা টাইপ করার জন্য দেখুন এই Post......
এই ফন্ট এর সুবিধা সমূহ:
১. সকল ধরনের সিম্বিয়ান ফোনে বাংলা দেখা ও লেখা যাবে
২. এটা Baidoo র বিকল্প। s60v5 ও s^3 সেটে এটা দিয়ে বাংলা টইপ করাযাবে। সব অক্ষর আছে।যুক্তবর্ন লিখার সিস্টেম আছে।
৩. কোন ধরনের application এর দরকার নাই!!! যেমন : ফন্ট জুমার।
৪. যারা ফন্ট জুমার use করতে চায়, তারা এই ttf কে ফন্ট folder এ paste করলে ও হবে
৫. flip font এর মত stylist

অসুবিধা সমূহ :
আমি একটা ttf কে edit করেছি মাত্র। সেই ttf এর কিছু শব্দকে বাংলা শব্দ দিয়া replace করেছি। সুতরাং কিছু শব্দ ঘর ঘর হিসেবে আসবে। তবে সেগুলা জরুরী শব্দ না। যেমন (à À ø ő) ইত্যাদি।
এবার কাজের কথায় আসি

download Red~wan.ttf here
Red-wan.ttf
১. xplorar open করে, z~resorse~fonts
যতগুলা ফন্টই থাকুক না কেন ৪, ৭, ১৩, ১৫ টাও থাকতে পারে। এবার fonts folder copy করে E তে নিন।
২. fonts এ ক্লিক করে, fonts folder টি কে attributes করতে হবে। read only tick উঠাতে হবে।
৩. Red~wan.ttf কে সেখানে এনে সবগুলানিজ নিজ নামে রিনেম করতে হবে।
৪. রিনেম শেষ হলে fonts folder টি E ~ resorse e copy or move করতে হবে।তারপর সেট রিস্টার্ট দিতে হবে।
৫. যারা ফন্ট জুমার use করেন তারা এই ttf কে fonts এ paste করে apply করলেও হবে। তবে অনেক সেটেfont zoomar সমস্যা করে।যেমন: সেট restart নেয়, qt apps open হয় না। তবে আমার tricks use করলে এ সমস্যা হবে না।so, choice is yours
এখন যে কোন জায়গাতে আপনি বাংলা দেখতে পারবেন।
s60v5 useকরীরা landskape এ যাবেন বাংলা লেখার জন্য।

0 comments:

Author

Write admin description here..

Subscribe to our Mailing List

We'll never share your Email address.
Copyright © 2013 TechPoint24. Powered by Blogger.
Blogger Template by BloggerTheme9
+1 (877) 888-3000 Hello@yoursite.com