Thursday, August 1, 2013

আপনার ইন্টারনেট এর ডাটা এত দ্রুত শেষ হয়ে যায় কেন ? কে খায় এই ডাটা, তাকে খুজে বের করুন আর ডাটা সাশ্রয় করুন । (Android root user only )

Posted by admin  |  Tagged as: ,

আশা করি সবাই ভালো আছেন ।
আপনি অনেক কষ্টের টাকায় ইন্টারনেট প্যাকেজ ক্রয় করেন অথচ আপনার প্যাকেজের ডাটা দ্রুত
শেষ হয়ে যায়,আপনি কিছুই বুঝতে পারেন না । এই সমস্যা সারা বিশ্বের android ব্যবহারকারীর ।
আসুন সমাধান নিয়ে যান । তবে অবশ্যই আপনার ফোন রুট করা থাকতে হবে ।
আপনি কি জানেন আপনার ফোনে অনেকগুলো  apps আছে যারা Internet access permission
নিয়ে রেখেছে । অর্থাৎ আপনি ডাটা অন করলে তারা আপনার অজান্তেই ডাটা খায় ।
যাহোক , শুরু করি ।
১। এখান থেকে  LBE Privacy Guard apk (856 kb) download করুন ।
২। ইন্সটল করুন । ওপেন করুন । superuser permission চাইলে allow করুন ।
৩। আপনি তিনটি অপশন পাবেন ।
(ডাটা খরচ কমানোর জন্য )
৪। Internet Firewall এ প্রবেশ করুন । এখানে আপনি তিনটি অপশন পাবেন ।
ক) Usage- আপনি কি পরিমান ডাটা ব্যবহার করেছেন তা দেখতে পাবেন ।
খ)  Permission- আজকের আলচনার মূল বিষয় এটি । এখানে দেখুন কোন কোন application
এ  Internet access permission দেওয়া আছে । এবার আপনি আপনার প্রয়োজন মত সেগুলো
access বাতিল করুন । যেমন - আপনি প্লে স্টোর এর access বাতিল করলেন , কিন্তু আপনি যখন
প্লে স্টোর  ব্যবহার করবেন তখন আপনাকে আবার access পারমিশন দিতে হবে । এভাবে আপনার
ডাটা খরচ কমান ।
গ) Setting- এখানে আপনি মাসিক ডাটা প্ল্যান সেট করতে পারবেন ।
( আপনার Privacy র জন্য )
৫। Permission Manager- এখানে ৪ টি অপশন ।
ক) Permission- এখানে আপনি sms, phone call , phone state ইত্যাদি read করার
Permission কোন কোন apps কে দেওয়া হয়েছে তা  দেখতে পাবেন ।খ) Apps- কোন apps কে কি কি Permission দিবেন তা নির্ধারণ করতে পারবেন ।
গ) Event log - আপনি কোন কোন অ্যাপ কে ফুল trust / allow করেছেন  তার লিস্ট ।
ঘ) Setting - Protection service on করুন ।
৬। Setting- প্রয়োজন মত অন করুন ।
আরও কিছু কথা - অপ্রয়োজনে আপনি data enable , data roaming , use wireless network
, use gps satellites , background data ,  account auto- sync চালু রাখবেন না । এতে
যেমন আপনার ফোনের ব্যাটারি খরচ কমবে , তেমনি ডাটা খরচ কমবে ।
সবাই ভালো থাকুন ।








0 comments:

Author

Write admin description here..

Subscribe to our Mailing List

We'll never share your Email address.
Copyright © 2013 TechPoint24. Powered by Blogger.
Blogger Template by BloggerTheme9
+1 (877) 888-3000 Hello@yoursite.com