Wednesday, August 21, 2013

ফ্রী ইন্টারনেট ব্যবহার করুন আপনার Android মোবাইলে

Posted by admin  |  Tagged as:

প্রথমেই বলে রাখি, এর জন্য একটি গ্রামীণ সিম এবং Android মোবাইল আবস্যক। এখানে আমি দুইটি ট্রিক বলব। একটি শুধু মাত্র Rooted মোবাইলের জন্য, আরেকটি Rooted/Unrooted সবার জন্য... তো শুরু করা যাকঃ
এই কাজ কম্পলিট হতে মিনিমাম ২০ মিনিট সময় লাগবে ওই সময় স্ক্রিন লাইট অফ হওয়া যাবে না।তাই টাইম আউট বারিয়ে নিন সবার আগে।
১. Rooted মোবাইলের জন্যঃ এর জন্য আপনার মোবাইল অবস্যই রুটেড হতে হবে। প্রথমে ORbot: Proxy with Tor নামক সফটওয়্যারটা ডাউনলোড করে নিন প্লেয় স্টোর অথবা এখান থেকে। এরপর একটি নতুন Access Point খুলুন নিচের মত করেঃ
Name: Orbot (চাইলে ইচ্ছে মত নাম দিন)
Apn: gpmms
Proxy, Port এ কিছু লিখবেন না। আপনাদের সুবিধার্থে Screenshot দিলামঃ

এরপর Orbot নামক সফটওয়্যারটা ইন্সটল করে ওপেন করুন। নেক্সট দিতে থাকুন, সুপারইউজার পারমিশন চায়লে Allow করুন।
এরপর Proxy All apps through Tor  এ ক্লিক দিয়ে নেক্সট এ ক্লিক দিনঃ

 

এরপর নেক্সট/ফিনিশ দিতে থাকুন যতক্ষণ পর্যন্ত নিচের স্ক্রীনটা না আসে
এরপর দাগ দেয়া অপশনটাতে যানঃ
এরপর একটু নিচে স্ক্রল করুন। দেখবেন, নিচের মত তিনটি অপশন আছেঃ
এবার অপশন গুলা নিচের মত পূরণ করুনঃ
Outbound Proxy Type: HTTPS (সব বড় হাতের হলে ভাল হয়)
Outbound Proxy Host: 10.128.1.2
Outboud Proxy Port: 8080
এরপর Back বাটন দিয়ে নিচের দেখানো স্ক্রীনে ফিরে আসুনঃ
এরপর Option/Menu বাটনে প্রেস করে Start এ ক্লিক দিন। তবে সবচেয়ে ভাল হয়, যদি Start এ ক্লিক দেয়ার আগে Screen Timeout/Sleep timer বাড়িয়ে দেন। আমি ৩০ মিনিটে রেখেছিঃ
স্টার্ট বাটোনে ক্লিক করার পর কিছুক্ষণ অপেক্ষা করুন। দেখবেন, অনেকটা এরকম দেখাচ্ছেঃ
এখানে 45% হওয়ার পর আটকে যায় অনেক ফোনে সেক্ষেত্রে আপনি সেতিংস এ যান।কিন্তু stop করবেন না।নিছের কাজ় গুলো করে বের হয়ে আসুন।দেখবেন আস্তে আস্তে ৪৫% থেকে আবার আগাচ্ছে।


সেটিংস এ গিয়ে Relaying মার্ক  করে দিন।
এবার Relay port এ ঢুকুন।অ পোর্ট দিন ৮০৮০।এখন সেটিংস থেকে বের হয়ে যান।ওকে ওর মত কাগ করতে দিন।

কিছুক্ষণ পর নিচের মত একটা লেখা আসবেঃ
 এবং মেইন স্ক্রীনটা নিচের মত সবুজ হয়ে যাবেঃ
ব্যাস, আপনার আসল কাজ শেষ। আপনার প্রক্সি ঠিক মত কনফিগার্ড হয়েহে কি না, তা জানতে নিচের দেখানো অপশনে ক্লিক দিন এবং Okay তে ক্লিক দিয়ে যেকোন ব্রাউজারের আইকনে ক্লিক দিনঃ
 
 

দেখবেন, কিছুক্ষণ লোড নেয়ার পর এরকম একটা পেইজ আসছে(অপেরা মিনি তে অন্যরকম পেইজ আসবে, তাতেও সমস্যা নেই। একটা পেইজ আসলেই হল) ঃ


অর্থাৎ আপনার প্রক্সি ঠিক মত কনফিগার্ড হয়েছে। যদি কোন পেইজ না আসে, Orbot এ ঢুকে একবার Stop এ ক্লিক দিয়ে আবার Start এ ক্লিক দিন। আশা করি হয়ে যাবে...
এরপর আপনার যেই সফটওয়্যারে ইচ্ছে সেই সফটওয়্যার দিয়ে ফ্রী নেট চালান। আমি Weather আপডেট করেছি, Skype ও ব্যবহার করেছি। প্রমাণ হিসেবে Screenshot দিলামঃ

২. Unrooted/Rooted সবার জন্যঃ
প্রথমে একটা Access Point খুলুন নিচের মত করেঃ
Name: Free (ইচ্ছা মত দিতে পারেন)
Apn: gpmms
Proxy: 10.128.1.2
Port: 8080
এরপর নিচের লিস্ট থেকে যেকোন ওয়েবসাইটে মেইন ওয়েব ব্রাউজার কিংবা এনিমেটেড পিকচার সাপোর্ট করে এমন যেকোন ওয়েব ব্রাউজার, যেমন: Dolphin browser, boat browser, UC browser দিয়ে ঢুকেনঃ
https://zacebook.com
https://unblocker.me
https://pxvpn.com
আরো অনেক ওয়েবসাইট আছে। তবে আশা করি, এতেই আপনাদের কাজ চলবে। উপরের দেয়া ওয়েবসাটগুলার যেকোন একটাতে ঢুকার পর দেখবেন, পেইজে একটা বক্স আছে। সেখানে আপনি যেই ওয়েবসাইটের নাম দিবেন, সেই ওয়েবসাইটেই আপনাকে নিয়ে যাবে ফ্রী ঃ-)
আশা করি, এরপর ফ্রী ইন্টারনেট ব্যবহারে কোন সমস্যা হবে না।
ভাল থাকবেন সবাই।





0 comments:

Author

Write admin description here..

Subscribe to our Mailing List

We'll never share your Email address.
Copyright © 2013 TechPoint24. Powered by Blogger.
Blogger Template by BloggerTheme9
+1 (877) 888-3000 Hello@yoursite.com