Sunday, August 11, 2013

ওয়াই ফাই দিয়ে কোন নেট ছাড়াই কথা বলুন,মেসেজ,ফাইল ট্রান্সফার করুন এক ফোন থেকে আর এক ফোনে।

Posted by admin  |  Tagged as:

আমি আজ আপনাদের যা শেয়ার করব তা আপনার অনেক কাজে দিবে এটা আপনাকে মানতেই হবে।
আপনার এন্ড্রয়েড ফোন থেকে আর এক এন্ড্রয়েড ফোনে ডাটা ট্রান্সফার করুন Wifi দিয়ে।আপনি আমার এই ট্রিক্স এ কথা বলতে পারবেন,মেসেজ করতে পারবেন,খুব কম সময়ে অনেক বড় ফাইল ও সেন্ড করতে পারবেন কয়েক মুহুর্তে।এটা করতে আপনার কোন নেট কানেকশন লাগবে না।
এত কাহিনি না বলে আসল কথায় আসি যা যা লাগবে.........
১.Wifi Talkie
2.তিনটা এন্ড্রয়েড ফোন
আগে এপ্সটা ডাওনলোড করেন।ডাওনলোড করতে জুয়েল এ ক্লিক করুন।
ZooEL
কিভাবে করবেনঃ
এই এপ্সটা ৩টা ফোনে ইন্সটল করুন।এই কাজ করতে ৩টা ফোনেই এপ্সটি ওপেন রাখতে হবে।এখন যা বলি ভালভাবে খেয়াল করুনযেই দুইটা ফোনে ফাইল সেন্ড,কল,মেসেজ হবে সেই দুইটা ফোন আর একটা ফোনের সাথে Wifi দিয়ে কানেক্টড হতে হবে।ওই ফোনের সাথে কানেক্ট হতে হবে Wifi Tethering এর মাধ্যমে।যেই ফোনে কানেক্ট করবেন তার ফোনে নিচের কাজটা করুন।আর দুইটা ফোনে এটা না করলেও চলবে।
এখন Tethering কিভাবে করবেন তা বলছিঃ
Go To Ur Phone Settings>wireless and networks>Tethering & Portable Hotspot>portable Wi-fi Hotspot মার্ক করুন এরপর>Configure Portable Wifi hotspot>security open করে দেন আপনি চাইলে password ও দিতে পারেন সেক্ষেত্রে কানেক্ট করতে password লাগবে।নিচের চিত্রগুলা দেখুন




Tethering করা হয়ে গেলে যে দুই ফোনে ডাটা ট্রান্সফার করবেন সেই ফোন দুইটা ওই ফোনের সাথে WIFI দিয়ে কানেক্ট করুন।কানেক্ট হয়ে গেলে দুজনই ফোনে আমার দেওয়া wifi takie এপ্সটা চলু করেন। সঠিক ভাবে করতে পারলে আপনি আপনার কাংক্ষিত ফোনটাকে ডিভাইস লিস্ট এ পাবেন।
আর আপনি আপনার কাংক্ষিত ফোনের নামের উপর চেপে ধরে রাখলে এরকম দেখতে পাবেন।


এখন যা ইচ্ছা তাই করুন মন চাইলে সেন্ড ফাইল,কল,প্রাইভেট বার্তা যা খুশি তাই।
অনেক সময় নিয়ে অনেক কষ্ট করে এই ট্রিক্সটা লেখলাম ভাল লাগলে লাইক দিয়ে উতসাহিত করবেন।
ভাল থাকবেন।




0 comments:

Author

Write admin description here..

Subscribe to our Mailing List

We'll never share your Email address.
Copyright © 2013 TechPoint24. Powered by Blogger.
Blogger Template by BloggerTheme9
+1 (877) 888-3000 Hello@yoursite.com