Saturday, August 3, 2013

অ্যান্ড্রয়েড ফোন দিয়ে পিসিতে জিপি ফ্রি নেট এখন আর ব্যাপারই না।

Posted by admin  |  Tagged as: ,

সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমরা কমবেশি সবাই অ্যান্ড্রয়েড মোবাইল ব্যাবহার করি। এবং প্রিয় জিপি মামাকে কাজে লাগিয়ে আমাদের খায়েশ পূরণ করছি। কিন্তু ভাল হত যদি অ্যান্ড্রয়েড ফোন কে আমরা পিসি এর সাথে কানেক্ট করে আরও বাঁশ দিতাম।মানে অ্যান্ড্রয়েড ফোনটাকে যদি আমরা মডেম হিসেবে ব্যবহার করি তবে?? এটা কি সম্ভব? হ্যাঁ এখন এটা সম্ভব। আমি আপনাদের আজ সেই ট্রিক উপহার দিব।এবার চলুন আমরা দেখি কি করে এ অসাধ্য সাধন করা যায়।

যা যা লাগবে-------
১. একটা Active জিপি মামা।
২. সাথে মামি মানে আপনার ফোন।
৩. USB Cable

আর যা ডাওনলোড করতে হবে
১.Proxifier
2.আপনার ফোনের USB Driver(এটা আপনি ডাওনলোড করবেন)করে পিসিতে সেট আপ করবেন।
৩.IDM(Internet Download Manager)
এবার ডাওনলোড লিঙ্ক থেকে এগুলা ডাওনলোড করন

Proxifier ডাওনলোড করতে জুয়েল এ ক্লিক করুন
ZooEL
১। সফটওয়্যারটি ডাউনলোড করুন,আনজিপ করুন, এটি পোর্টেবল সংস্করণ তাই সরাসরি প্রোক্সিমাইজ আইকনে ক্লিক করে প্রোগ্রামটি রান করুন।
২। সফটটি ওপেন করলে সিরিয়াল চাইবে।
Name:
GameWala
Serial:
2TCKX-TYQHL-NFN33-3YEDY-QW65D
এই তথ্য দিন।
একবার করে নিলে আর কখনো চাইবে না।

IDM ডাওনলোড করতে আবার জুয়েল এ ক্লিক করুন
ZooEL
IDM এর ফুল ভারশন নিয়ে পরে আলোচনা করব।IDM টা ডাওনলোড করে পিসিতে সেট আপ করুন।
IDM কিভাবে ব্যবহার করে আপনারা সবাই জানেন তাই এটা নিয়ে আর বললাম না,।

এখন আপনি Proxifier এ যা করবেন তা ছবি দিয়ে বুঝালাম
১।


২।
৩।

এবার আপনার মোবাইল সেট তা এইভাবে সেট আপ করুন
(যাদের আগে থেকেই করা আছে তাদের লাগবে না)
Now u create this setting
Setting > Wireless and Networks
> Mobile Networks > Access Point
> New APN
Now Fill up the data according to
the following and save the APN.
Name:[ur wish]
Apn: gpmms
Proxy: 10.128.1.2
Port: 8080
Apn type: Internet (or default)
একবার ছবির সাথে মিলিয়ে নেন


এবার আপনার ফোন পিসিতে লাগাবেন তার আগে কিছু কাজ করুন।
আমি যেই APN টা বানালাম ছবির মতো ওইটা সিলেক্ট করে USB PACKET DATA অন করুন।
এবার ফোনটা DATA CABLE এ যুক্ত করে পিসিতে লাগান ও নিচের মতো করে সেট আপ করন।
১।ফোনের Settings>Wireless & Networks>Tethering & Portable Hotspot>USB Tethering
টা সিলেক্ত করুন।



এবার কিছুকথা ভালভাবে খেয়াল করুন।
এই সব কিছু হলে কাজ শেষ
আপনি পিসিতে নেট কানেক্ট করতে হলে অবশ্যই
সবার প্রথমে Proxifier অন করতে হবে।আপনার ফোনের নেট অন করে USB তে কানেক্ট করে tethering অন করবেন।
বাছ কাজ় শেষ।
এবার Mozilla দিয়ে আনলিমিটেড ডাওনলোড মারেন।
এই পস্টটা আমি অনেক কস্ট করে আপনাদের জন্য করেছি সেরকম সাড়া না পেলে আর কিছু আপনাদের দিবো না।
আর আমার এই পস্টটা কেউ কপি মারবেন না।যদি কোন গ্রুপ/সাইটে দেখেন আমাকে জানাবেন।
কোথাও পস্ট করতে হলে আমার অনুমুতি নিবেন।
আর আমাদের ব্লগে আসুন ভালো জিনিস উপহার দিব কথা দিচ্ছি ।
সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো বিদায়।
ভালো লাগলে লাইক দিয়ে জানাবেন। 







0 comments:

Author

Write admin description here..

Subscribe to our Mailing List

We'll never share your Email address.
Copyright © 2013 TechPoint24. Powered by Blogger.
Blogger Template by BloggerTheme9
+1 (877) 888-3000 Hello@yoursite.com